সহজ পাঠ প্রযুক্তির অ,আ,ক,খ

এন্ড্রয়েড,ফ্রীল্যান্সিং,হ্যাকিং,অনলাইনে আয়,পিসি টিপ্‌স ও ট্রিকস্‌,ইবুক,সফটওয়্যার,ডাউনলোড,গেমিং

Click here to contiue

LightBlog
Responsive Ads Here

শনিবার, ৩ জুন, ২০১৭

খুব সহজেই পাসওয়ার্ড দিয়ে আপনার পেনড্রাইভকে সুরক্ষিত করুন


খুব সহজেই পাসওয়ার্ড দিয়ে আপনার পেনড্রাইভকে সুরক্ষিত করুন


ব্লগের দুনিয়ায় নতুন পা রাখা আমার এই ব্লগে আপনাকে স্বাগতম। প্রযুক্তিতে সারা পৃথিবী অনেক এগিয়ে গেছে, নানান প্রযুক্তি বিষয়ক ব্লগও তৈরী হয়েছে। কিন্তু ভারতে বাংলা ব্লগের সংখ্যা হাতেগোনা। তাই প্রযুক্তিকে সবার কাছে সহজ ভাবে পৌঁছে দিতে আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা।
ডিজিটাল দুনিয়ায় সমস্ত ফাইল অর্থাৎ মুভি,ভিডিও,অডিও,গেমস,পিকচার ইত্যাদি পরিবহনের জন্য পেনড্রাইভ সবার কাছে জনপ্রিয় এক হার্ডওয়্যার। এটি ক্ষুদ্র কিন্তু অনেক বেশী ক্ষমতাসম্পন্ন তাই অত্যন্ত জনপ্রিয়।
পেনড্রাইভ ব্যবহারে একটাই সমস্যা এটি হারিয়ে গেলে এর মধ্যে থাকা, কনফিডেনশিয়াল ডকুমেন্ট গুলি খারাপ হাতে পরতে পারে। তাই আসুন জেনে নিই নিজের পেনড্রাইভে কি করে পাসওয়ার্ড ব্যবহার করে এটি সুরক্ষিত রাখবেন।
আপনার উইন্ডোজ পিসি র মাধ্যমে আপনি খুব সহজেই আপনার পেনড্রাইভে পাসওয়ার্ড এড করতে পারবেন।
পেনড্রাইভে পাসওয়ার্ড এড করতে নীচে দেওয়া পদ্ধতি অনুসরণ করুন।
ü  প্রথমে আপনার পিসির সঙ্গে আপনার পেনড্রাইভের সংযোগ করুন



ü  কন্ট্রোল প্যানেলে গিয়ে  Bit locker Drive encryption অপশনটি সিলেক্ট করুন
               আপনার পেনড্রাইভের আইকনের পাশে Turn on Bit locker এ ক্লিক করুন
 


ü  বিট লকার এনস্ক্রিপশনের সময় পেনড্রাইভ নিজের পিসি র থেকে বিছিন্ন করবেন না।
ü  Use a password চেকবক্সে ক্লিক করে নতুন পাসওয়ার্ড দিন এবং কনফার্ম করে নেক্সট বটনে ক্লিক করুন


ü  রিকভারি কি অর্থাৎ, পাসওয়ার্ড ভুলে গেলে যা দিয়ে আপনি আপনার পেনড্রাইভকে পুনরায় আনলক করতে পারবেন তা একটি ফাইল হিসাবে সেভ করুন। নেক্সট বটনে ক্লিক করুন

 
তারপর আরও দুইবার নেক্সট বটনে ক্লিক করুন এবং বিট লকার এনস্ক্রিপশন শুরু হয়ে যাবে। এনস্ক্রিপশন চলাকালীন পেনড্রাইভকে আপনার পিসি থেকে বিছিন্ন করবেন না

ü   

এনস্ক্রিপশন সম্পূর্ণ হতে একটু বেশী সময় লাগতে পারে। অপেক্ষা করুন। এনস্ক্রিপশন সম্পূর্ণ হলে পেনড্রাইভকে পিসি থেকে বিছিন্ন করে পুনরায় সংযুক্ত করুন। দেখুন পাসওয়ার্ড চাইবে

তাহলে আমরা আমাদের পেনড্রাইভকে সুরক্ষিত করলাম।
আজ এই পর্যন্তই আবার দেখা হবে পরের পোষ্টে।
অসুবিধা হলে কমেন্ট করতে ভুলবেন না
ব্লগ সম্মন্ধে আপনাদের সুচিন্তিত মতামত সাদরে গৃহীত হবে।
পোষ্টটি পড়ার জন্য ধন্যবাদ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন