সহজ পাঠ প্রযুক্তির অ,আ,ক,খ

এন্ড্রয়েড,ফ্রীল্যান্সিং,হ্যাকিং,অনলাইনে আয়,পিসি টিপ্‌স ও ট্রিকস্‌,ইবুক,সফটওয়্যার,ডাউনলোড,গেমিং

Click here to contiue

LightBlog
Responsive Ads Here

রবিবার, ২৫ জুন, ২০১৭

ইউটিউব, থেকে HD ভিডিও ডাউনলোড, করুন। কোন সফটওয়্যার ছাড়াই



সহজ পাঠে আপনাকে আন্তরিক স্বাগতম। আশা করি সকলে ভালো আছেন। আজকে আমরা জেনে নেব কিভাবে ইউটিউব থেকে HD ভিডিও ডাউনলোড করতে হয় কোন সফটওয়্যার ছাড়াই। চলুন শুরু করা যাক।

ইউটিউব, থেকে HD ভিডিও ডাউনলোড, করুন। কোন সফটওয়্যার ছাড়াই


আজকাল, আমরা প্রায় সকলেই ইউটিউব ব্যবহার করি। ইউটিউব হচ্ছে গুগল এর প্রদান করা একটি ভিডিও স্ট্রিমিং সার্ভিস। ইউটিউব এর মাধ্যমে আমরা নিজের তৈরী করা ভিডিও, সকলকে দেখাবার জন্য আপলোড করতে পারি আবার বিভিন্ন মানুষের তৈরী করা বিভিন্ন রকম ভিডিও অনলাইন স্ট্রিমিং করতে পারি। আমরা, নিজেদের প্রিয় ভিডিওগুলি অফলাইনে পরে দেখার জন্য ডাউনলোড করে রাখতে চাই। ইউটিউব এর একটি প্রধান সমস্যা হচ্ছ, ইউটিউব থেকে সরাসরি ভিডিও ডাউনলোড করা যায়না। ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করতে হলে কোন না কোন 
সফটওয়্যারের সাহায্য নিতে হয়। এই সমস্যা থেকে মুক্তিপাবার জন্যই আজকের এই পোষ্ট।
ইউটিউব থেকে HD ভিডিও ডাউনলোড করার অনেক পদ্ধতি আছে, তার মধ্যে আমরা ব্রাউজার অ্যাড অন পদ্ধতি ব্যবহারের সহজ পাঠ নেব।

এই পদ্ধতির সাহায্যে আমি মোজিলা ফায়ারফক্স ও গুগল ক্রোম ব্রাউজারের মাধ্যমে ইউটিউব থেকে HD ভিডিও ডাউনলোড করেছি। অন্য ব্রাউজার গুলির ক্ষেত্রেও আশা করি খুব একটা পার্থক্য হবে না।

স্টেপ ১ - প্রথমেই আপনার ব্রাউজার ওপেন করুন, এবং গুগলে Add-on Mozila লিখে সার্চ করুন। (আপনি যে ব্রাউজার ব্যবহার করবেন, Add-on এর পর সেই ব্রাউজারের নাম দেবেন। যেমন- আপনি ক্রোম ব্যবহারকারী হলে Add-on Chrome লিখে সার্চ করবেন)
ইউটিউব, থেকে HD ভিডিও ডাউনলোড, করুন। কোন সফটওয়্যার ছাড়াই



স্টেপ ২ - প্রথম রেজাল্টে ক্লিক করুন। সাইটে প্রবেশ করার পর Youtube Downloder লিখে সার্চ করুন।
ইউটিউব, থেকে HD ভিডিও ডাউনলোড, করুন। কোন সফটওয়্যার ছাড়াই



স্টেপ ৩ - পছন্দের Add-on টি ডাউনলোড করে নিন। তবে স্ক্রীনশটে দেখানো Add-on আমি ব্যবহার করি এবং প্রেফার করি।
ইউটিউব, থেকে HD ভিডিও ডাউনলোড, করুন। কোন সফটওয়্যার ছাড়াই



স্টেপ ৪ – ডাউনলোড হয়ে গেলে ইনস্টল করে নিন।


স্টেপ ৫ – আপনার ব্রাউজার রিস্টার্ট অর্থাৎ একবার বন্ধ করে আবার চালু করুন।


স্টেপ ৬ – এইবার ইউটিউব খুলুন। পছন্দ মতো কোন ভিডিও তে যান। দেখুন ভিডিও এর নিচে ডাউনলোড অপশন দেখতে পাবেন। আপনি এবার ইউটিউব থেকে HD ভিডিও ডাউনলোড করতে পারবেন কোন সফটওয়্যার ছাড়াই।

ইউটিউব, থেকে HD ভিডিও ডাউনলোড, করুন। কোন সফটওয়্যার ছাড়াই


এই পোষ্টে দেওয়া স্ক্রীনশটগুলি মজিলা ফায়ারফক্স ব্রাউজারের। অন্যান্য ব্রাউজারের ক্ষেত্রেও পদ্ধতিটাও একই রকম। আপনি চেষ্টা করুন নিশ্চয় পারবেন। আর না পারলে কমেন্ট করবেন দ্রুত সাহায্য করব।

পোষ্টটি ভালো লাগলে নীচের ফেসবুক আইকন থেকে, ফেসবুকে ফ্রেণ্ড দের জন্য শেয়ার করতে পারেন।

আরও কিছু পোষ্ট-


কেমন লাগছে সহজ পাঠ ? আপনার মতামত মন্তব্য করে জানান। আপনার সুচিন্তিত মতামত আপনার প্রিয় সহজ পাঠ ব্লগের পরবর্তী পোষ্টগুলিকে আরও উপযোগী ও সুন্দর করে তুলতে সাহায্য করবে।

পোষ্টি পড়ার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন।      

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন